প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২১, ১১:৫১ এ.এম
নড়াইলে শহীদ শেখ রাসেল স্মৃতি ত্রাণ কার্যক্রম অনুষ্ঠিত
উজ্জ্বল রায়, নড়াইল থেকে :নড়াইল বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এবং শহীদ শেখ রাসেল স্মৃতি ত্রাণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নড়াইল স্টেডিয়াম পাড়া ক্রীড়া চক্রের আয়োজনে নড়াইল জেলা ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধায়নে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শক্তি পদ বিশ্বাস। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার চঞ্চল মিম সহ ছাত্রলীগের অন্যান্য সদস্য ও ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।টুর্নামেন্টে আলাদতপুর যুব সংঘকে হারিয়ে খেলায় জয়ী হয় ফ্রেন্ড-১৭ ব্যাচ। খেলা শেষে পুরস্কার ও খেলোয়াড়দের মাঝে ত্রাণ বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com