প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২১, ৪:৩৮ পি.এম
সোনারগাঁয়ের র্যাব -১১ হাতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার আটক ৪
মাজহারুল রাসেল : ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলা মেঘনা এলাকা থেকে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৩৯৭ ক্যান বিয়ার এবং ৪৩৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
আজ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব-১১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা। এর আগে, গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে তাদেরকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আমজাদ হোসেন (২৮), মো. ওয়াসিম (২৭), মো. সুজন (২৪) এবং মো. আলাল (২৪)। এসময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-১১’র অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা জানায়, গ্রেফতারকৃত আসামি মো. আমজাদ হোসেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন আইলাতুলি এলাকার মৃত আ. গনির ছেলে, মো. ওয়াসিম শেরপুর জেলার সদর থানাধীন দুছরা ছোনকান্দা এলাকার মৃত নছিম উদ্দিনের ছেলে, মো. সুজন ভোলা জেলার বোরহান উদ্দিন থানাধীন রানীগঞ্জ বাজার এলাকার মো. মজিদের ছেলে এবং অপর আসামি মো. আলাল ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বটতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। গ্রেফতারকৃত আসামিরা পরম্পর যোগসাজশে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানযোগে জব্দকৃত বিয়ায় ও বিদেশী মদ নিয়ে নিয়ে রাজধানী ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল কর্তৃক উক্ত মাদক ব্যবসায়ীদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মেঘনা ঘাট এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com