✍✍কর্পোরেট✍✍
।। জাকিয়া নূর মিতু।।
স্বপ্ন দেখিয়ে নিচ্ছো কেড়ে
স্বপ্নলোকের চাবি।
রাত ঘুমে আর স্বপ্ন দেখিনা,
দীর্ঘশ্বাস ঢাকি।
যৌবন আমার দিলাম সঁপে,
গড়তে তোমার স্বপ্ন।
আমার স্বপ্ন মুঠোয় নিয়ে,
করলে দূয়ার বন্ধ।
চলতে চলতে ক্লান্ত পথিক
দৃষ্টি ভীষণ ঝাপসা,
নিংড়ে নিলে জীবনরস
স্তব্ধ করে ভাষা।
স্বপ্নলোকের চাবি এখন
তোমার করতলে।
বিসর্জনের ঢাক বাজে আজ
পুঁজিবাদের কোলে।
কবি পরিচিতি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২৬তম ব্যাচের মেধাবী ছাত্রী,বর্তমানে সহকারী অধ্যাপক 'স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com