প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৩:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২১, ৪:০৪ পি.এম
কালিগঞ্জ উপজেলায় শিক্ষক আইজুদ্দীনের দাফন সম্পন্ন
হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আইজুদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। তিনি কালিগঞ্জে গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। শনিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত শেখ তোফাজদ্দিনের ছেলে ও উকশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল কবির, খুলনা বি,এল কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক শেখ আওছাফুর রহমান ও বাঁশঝাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেখ গোলাম মোস্তফার গর্বিত পিতা।৮২ বছর বয়সে মৃত্যকালে তিনি স্ত্রী ৪ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বেলা সাড়ে দশটায় মরহুমের নিজস্ব বাসভবনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্হানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার গান্ধুলিয়া জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ আবুল কালাম আজাদের ঈমামতিতে ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজা নামাজে অংশগ্রহণ করেন। অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আইজুদ্দিনের মৃত্যুতে কালিগঞ্জ শিক্ষক পরিবার গভীর শোক, সমবেদনা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com