ঢাকা মঙ্গলবার ৭ সেপ্টেম্বর ২০২১: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের আরো ২০ টি সাংগঠনিক শাখা পূনর্গঠনের ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার ৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ সকল শাখাসমুহের নাম প্রকাশ করেন। মেয়াদোত্তীর্ন কিংবা নিস্ক্রিয় অথবা সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই ২০ টি শাখাকে বাছাই করা হয়।
জেলাগুলো হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাক্ষনবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, নারাযনগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, খুলনা,ঝিনাইদহ,যশোর,মাগুরা, চাপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, পঞ্চগড়, ফরিদপুর ও নেত্রকোনা। ইতিপূর্বে আরো ১১টি শাখা মেয়াদোত্তীর্ন ঘোষণা করা হলে তা কাউন্সিলের মাধ্যমে পূনর্গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।
এসকল জেলায় বিএমএসএফের কমিটি গঠন এবং পূনর্গঠন করা হবে। উক্ত জেলাসমুহে কর্মরত আগ্রহী পেশাদার সাংবাদিকদের বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে আন্তরিক সহকর্মীদের সদস্যফরম পূরণ করতে আহবান করা যাচ্ছে।
উক্ত শাখা সমুহে ইতিপূর্বে দায়িত্বপালনকারী নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করার জন্য আহবান করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের দাবি আদায়ের আন্দোলনসহ আগামী পহেলা ডিসেম্বরের বিজয় শোভাযাত্রাকে কেন্দ্র করে দেশের সমস্ত শাখা কমিটি একটিভ রাখতে সাংগঠনিক উদ্যোগ নেয়া হয়েছে। উল্লেখিত জেলাসমুহের আওতায় থাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাংগঠনিক কার্যক্রম একটিভ রাখতে বিশেষ গুরুত্ব দিতে অনুরোধ করা হয়েছে।
এদিকে বিএমএসএফের সাথে থাকতে আগ্রহী সাংবাদিক বন্ধুদের এই ফরমটি https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd-VkmaoOSqdZxrCyWsHGQ2lq6b4acysOY83AymBxqFw10tGQ/viewform?usp=sf_link
পূরণ করে বিএমএসএফের সাথে থাকার জন্য আহবান করা যাচ্ছে।
উল্লেখ্য, বিএমএসএফ ২০১৩ সালে প্রতিষ্ঠার পর সারাদেশের সাংবাদিকদের স্বার্থে ১৪ দফা দাবি আদায়ে কাজ করছে। ইতিমধ্যে সাড়ে ৩শ শাখায় প্রায় ১৫ হাজার সদস্য এ আন্দোলনে কাজ করছে। দেশের বাইরেও আমেরিকা, লন্ডন, মালয়েশিয়া, ইতালী ও মালদ্বীপে ৫টি প্রবাসী শাখা এ আন্দোলনের সাথে সংযুক্ত রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com