ফিরে আয়, তুই ফিরে আয়
।। রেহানা আকবর শিলা ।।
ফিরে আয়রে, শরৎ তুই আবার ফিরে আয়,
প্রকৃতির জরায়ু ভেদ করে আয়না ফিরে,
বাংলার সবুজ শ্যামলিমায় ।
স্নিগ্ধ প্রকৃতির বুকে শান্ত মেজাজে
শুচিশুভ্র বেশে ,
নবীন শস্যের ঝাঁপি নিয়ে
আয়নারে, ফিরে আয়।
নৌকার পালে দোলে শরৎ
ভেলার গান ,
উত্তরা পেড়িয়ে ,মিরপুর ছাড়িয়ে
আশুলিয়ার পাশ কাঁটিয়ে
দিয়াবাড়িতে আমায় নিতে আয়।
আয়নারে, শরৎ তুই আবার ফিরে আয়।
তুলোর মত সাদা- সাদা কাশফুলে
ভরে ওঠে শরতের সকাল,
শিশির ভেজা ঘাসে সূর্যালোকের
মধুর হাসি দেখে মন হয় মাতাল।
নদী পাড়ে পড়ে থাকা কাশফুল,যতনে গুঁজেছি খোঁপায়
শরৎ তুই এলে রাতের আকাশ ভরে ওঠে জোছনায়।
শিউলি ফুলের
সুবাস ছড়িয়ে পড়ে মোর ছোট্ট আঙিনার,
সীমানা ছাড়িয়ে আকাশে বাতাসে।
শরৎ তুই এলে, নদীপাড়ে চখা-চখির মেলা বসে।
স্বচ্ছ নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসে,
ঝাঁকে ঝাঁকে পানকৌড়ি,শঙ্খচিল,উড়ে যায় ডানা মেলে,
আয়নারে, শরৎ তুই আবার ফিরে আয়।
সোনা রোদ গায়ে মেখে, কৃষক ফসল ফলায়,
কাউনের ক্ষেতে- ক্ষেতে
শরৎ হাওয়ার মাদল বাজে,
খাল -বিল জলাশয়ে, শাপলা ফুল
হেসে হেসে খুশিতে নেচে বেড়ায়।
মাঝি- মল্লারা ভাটিয়ালী সুরে সুরে গান ধরে,
বাংলার আনাচে –কানাচে, প্রকাশ পায়,
শরতের অপরূপ মোহনীয়তা।
শরতের সবটুকু স্নিগ্ধতা নিয়ে,
আয়নারে, শরৎ তুই আবার ফিরে আয়
আমার সবুজ বাংলাদেশ টায় ।
লেখক পরিচিতি
রেহানা আকবর 'শিলা'
জন্মঃ ১৮ই ডিসেম্বর, ১৯৬৫
জন্মস্থানঃ কোর্ট রোড, কুমিল্লা।
শিক্ষাগত যোগ্যতাঃ বি এ, বি এড।
প্রকাশিত কাব্যগ্রন্থঃ অর্ধশত ক্যাবের রাজকাহন
প্রকাশিত গল্পগ্রন্থঃ অষ্ট কল্পীয় গপ্পো।
‘অষ্ট কল্পীয় গপ্পো’ গল্পগ্রন্থের জন্য বাংলাদেশ রাইটার্স ইউনিয়ন থেকে ‘অমরাবতী’ লেখক সম্মাননা ২০১৯ সালে লাভ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com