ভারতের দিল্লিতে কৃষক ও সরকারের প্রশাসনিক বৈঠক ব্যর্থ। পাঞ্জাব ও হরিয়ানা থেকে ধেয়ে আসছে কৃষক ল্যারি দিল্লির অভিমুখে।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম! গতকাল কৃষকদের সাথে হরিয়ানা রাজ্যের কারনালের প্রশাসনিক বৈঠক শুরু হয়েছিল এস ডি এম শ্রী আয়ন সিনহার সাসপেন্ড করার দাবিতে। কারণ গত, ২৮,শে, আগাস্ট, হরিয়ানার কৃষি প্রধান এলাকা কারনালের বিক্ষোভ রত কৃষকদের উপর ব্যাপক লাঠিচার্জ করে প্রশাসন। এবং ঘটনার জন্য মূল দায়ী কারনালের প্রশাসনিক এস ডি এম আয়ষ সিনহা জড়িত ছিলেন। তাই তার সাসপেন্ড করার দাবি জানান কৃষকদের নেতা শ্রী রাকেশ টিকায়েত ও সারা ভারত কৃষক সভার সভাপতি শ্রী গুরনাম সিঙ। কিন্তু তাদের দাবি কে নাকচ করে দেয়। তার ফলে বৈঠক ব্যর্থ হয়। তাই ভারতের কৃষক সগ্রাম কমিটির পক্ষ থেকে কৃষকদের ন্যায় দাবিতে আন্দোলন করতে হাজার হাজার কৃষক আসতে শুরু করেছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা এবং রাজস্থান ও উত্তর প্রদেশের বিভিন্ন জেলা ও মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় থেকে কৃষকরা দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন। তাদের দাবি না মানা পযন্ত তারা দিল্লিতে অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করবেন জানিয়েছেন।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com