হাফিজুর রহমান শিমুলঃ ৩৩৩ নম্বরে কল করেই প্রশানের দেওয়া খাদ্য সহায়তা পেলেন করোনা প্রদুর্ভাবে খাদ্য সংকটে পড়া কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৩০ টি পরিবার। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায়, কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের প্রতিবন্ধী,অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র ১১টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এর আগে অত্র ইউনিয়নে আরও ১৯ টি পরিবার খাদ্য সহায়তা গ্রহন করেন। কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর নির্দেশনায় ও উপজেলা করোনা এক্সপার্ট টিমের এডমিন (২) সেলিম শাহারিয়ার এবং উপজেলা মিডিয়া সমন্বয়কারী সাংবাদিক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু'র তদারকিতে বিষ্ণুপুর ইউনিয়ন করোণা এক্সপোর্ট টিম এর উদ্যোগে গত এক মাসে ৩০ টি পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় তাদের হাতে ১০ কেজি চাউল, ১কেজি ডাউল, ১ কেজি সোয়াবিন তৈল ও ১কেজি লবণের বস্তা তুলে দেওয়া হয়েছে। উক্ত খাদ্য সহায়তা প্রদানকালে বিষ্ণুপুর ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের উপদেষ্ঠা, উপজেলা এক্সপার্ট টিমের মাষ্টার ট্রেনার বিশিষ্ঠ সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল ও টিম লিডার আলমগীর হোসেন, সহকারী টিম লিডার সামছুর রহমান, রবিন কুমার সরকার, রফিকুল ইসলাম গাইন, তাপস কুমার সরকার, ইয়াসমিন পারভীন, সোহেল ইসলামসহ করোনা এক্সপাট টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com