প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২১, ৬:২৩ পি.এম
গলাচিপায় অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে গেছে
গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ২৫লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে। এলাকাবাসীর ধারণা বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এলাকাবাসীর ৩ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে উপজেলার নলুয়াবাগী বাজারের মিজানুর প্যাদার টেইলার্সের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনে বাজারের ইদ্রিস প্যাদার মুদী দোকান, শাহ আলম ডাক্তারের ঔষধের দোকান, হালিম প্যাদার মুদী দোকান, কালাম সিকদারের মুদী দোকান, আবুল খানের কাপড়ের দোকান, ইসা খানের মুদী দোকান, নুর সায়েদের চায়ের দোকান, নাসির গাজীর মুদী দোকান, শাহনেওয়াজের চায়ের দোকান পুড়ে ২৫ লাখ টাকার ক্ষতি হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন জানান, ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মধ্যে প্রাথমিক ভাবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ক্ষয় ক্ষতি নিরোপনের জন্য ইউনিয়ন পরিষদকে নির্দেশ প্রদান করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com