প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২১, ৮:৫৭ পি.এম
কালিগঞ্জে প্রতিপক্ষের হামলায় গৃহবধু আহত
কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি।। কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি ভাগবাটাকে কেন্দ্র করে ফরিদা খাতুন (৫০) নামে এক গৃহবধুকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শীতলপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে গৃহবধুর স্বামী কওছার আলী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অঙ্গাতোনামা আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত নেছারউদ্দীন গাজীর ছেলে কওছার আলী ও আবুল কাশেমের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। একপর্যায়ে ছোট ভাই আবুল কাশেম বড় ভাইয়ের সম্পতি জোরপূর্বক দখলে রাখে। এ নিয়ে বড় ভাই গত ১১ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ করেন। ওই বিরোধের জের ধরে গত সোমবার সকাল সাড়ে ৭টা সঙ্গবদ্ধ সন্ত্রাসীরা বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক সিমানা হরণ, ঘর বাঁধতে থাকে। তখন কওছার আলী সহ তার পরিবারের সদস্যরা বাঁধা দিলে প্রতিপক্ষরা হামলা চালিয়ে গৃহবধু ফরিদা খাতুনকে বেদম মারপিট করে গুরুত্বর আহত করে। এতে তার বাম পায়ের হাঁড় ভেঙে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার শারিরীক অবস্তা অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়। সরেজমিনে গেলে স্হানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সম্পতি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। কিন্তু আবুল কাশেম তার বড় ভাইয়ের বিরোধপূর্ণ সম্পতি আত্মসাৎ করার পায়তারা করে আসছে। এ নিয়ে বড় ভাই থানায় অভিযোগ করলে কাশেম পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সঙ্গবদ্ধ সন্ত্রাসী দিয়ে এই হামলা চালিয়েছে। ঘটনাটি জানতে আবুল কাশেমের ব্যবহারিত মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে বন্ধ বলায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদুল কবির কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি।।
মোবাঃ ০১৭১৭৩৩৭২২৯
তারিখঃ ১৩/০৯/২০২১
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com