গভীর সুন্দর বন এলাকার বাদাবন অঞ্চল এর বৃন্দাখালিতে আধুনিক কমিনিটি হলের উদ্ধোধন করলেন বিধায়ক বিভাস সরদার।। পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পুলিশ জেলার গভীর সুন্দর বন এলাকার বারুইপুর পূর্বের বাদাবন অঞ্চল এর বৃন্দাখালিতে অত্যাধুনিক প্রযুক্তি সাহায্য নবনির্মিত কমিনিটি হলের শুভ উদ্বোধন করেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের অন্যতম নেতা শ্রী বিভাস সরদার। এই কমিনিটি হলের ফলে এই বাদাবন অঞ্চল এর সাধারণ মানুষের কাজে উপকৃত হবে। গ্রামের ছেলে ও মেয়েরা এই হলের সাহায্য নেবেন। খেলাধুলা ও জিম সহ সব কিছুই সাধারণ গরীব লোকদের ছেলে ও মেয়েদের কে দেওয়া হবে সরমজাম। বারুইপুর পূর্বের বিধায়ক নির্বাচিত হবার পর থেকে প্রতিদিন কিছু না কিছু কাজ করে যাচ্ছে অসহায় মানুষের জন্য। এই এলাকার উন্নয়ন কে সামনে রেখে এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কে বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে তিনি এগিয়ে চলেছে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের তৃনমূল দলের নেতা ও রামনগর ব্লক ডেভেলপমেন্ট এর জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি ও সহসভাপতি শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী এবং বারুইপুর পূর্বের যুব তৃনমূল দলের সভাপতি জনাব রবিউল হক বৈদ্য ও বৃন্দাখালি অঞ্চল এর প্রধান শ্রী মনোরঞ্জন পাটওয়ারী ও বৃন্দাখালি অঞ্চল এর উপ প্রধান শ্রী মধুদা সহ অন্যান্য নেতৃত্ব।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com