আজ কলকাতা হাইকোর্টের রাজ্যের এডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্ত পদত্যাগ করলেন।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। পশ্চিম বাংলা সরকারের মনোনীত সিনিয়র আইনজীবী ও পশ্চিম বাংলা সরকারের এডভোকেট জেনারেল পদ থেকে হঠাৎ করে পদত্যাগ করেন। তিনি তার পদত্যাগ পত্র পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড়ের কাছে পাঠিয়েছিলেন তা আজ দুপুরে সেই পদত্যাগ পত্র রাজভবন থেকে গ্রহণ করা হয়েছে। তবে কি কারণে তিনি পদত্যাগ করেন তা নিয়ে ধোঁয়াসা রয়েছে। আজ তার পদত্যাগ পত্র প্রতি কপি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নবান্ন তে পাঠানো হয়। তবে অনেকেই মনে করেন সম্পতি ভোট পরবর্তীতে পশ্চিম বাংলার বিভিন্ন স্থানে রাজনৈতিক ঝামেলা ও নারী নির্যাতন ও পাশবিক অত্যাচার ঘটনা এবং বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর অত্যাচার এবং বিরোধী দলের কর্মীদের ঘরছাড়া নিয়ে যে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে তার জন্য কলকাতা হাইকোর্টের পাচ সদস্যের ডিভিশন বেঞ্চ যে সি বি আই দিয়ে এবং ভারতের মানবাধিকার কমিশন ও মহিলা কমিশন কর্তৃক যে তদন্ত শুরু করার কথার নির্দেশ দেন তার জন্য কলকাতা হাইকোর্টের এডভোকেট জেনারেল হিসেবে ঠিক মতো মুভ না করতে পারার জন্য পশ্চিম বাংলা সরকারের কাছে কিছু টা ধাক্কা খায়। যার ফলে তিনি যে তার পদত্যাগ করেন ঠিক তা হতে পারে। আবার নাও হতে পারে। তবে পদত্যাগ পত্র নিয়ে কোন মন্তব্য করেন নি শ্রী কিশোর দত্ত।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com