কক্সবাজার মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর ২০২১: কক্সবাজার জেলার সাংবাদিকদের জনক দৈনিক কক্সবাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক মরহুম আলহাজ্ব নুরুল ইসলামের মৃত্যু নেই। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা শাখা ১২২ আয়োজিত শোকসভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় বিএমএসএফ কক্সবাজার জেলা কার্যালয়ে কক্সবাজারের সাংবাদিকদের জনক দৈনিক কক্সবাজারের প্রকাশক ও সম্পাদক এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএমএসএফ কক্সবাজার জেলা শাখা ১২২ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী।
এতে বক্তব্য রাখেন বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কারা নির্যাতিত সাংবাদিক মোঃ শহীদুল্লাহ, জেলা বিএমএসএফ এর সিনিয়র সহসভাপতি সাংবাদিক ফরিদুল আলম শাহীন, সদর উপজেলা আহ্বায়ক শেখ সেলিম, রামু উপজেলা আহ্বায়ক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, জেলা বিএমএসএফ এর অর্থ সম্পাদক জাহেদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পূণ্য বর্ধন বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গণি ইলি, জেলা কার্যনির্বাহী সদস্য আমিন উল্লাহ, সদর উপজেলা বিএমএসএফ এর নেতা শামসুল আলম শ্রাবণ ও এআর মোবারক হোসেন প্রমুখ।
শোকসভা ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক এআর মোবারক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা শাখার সদস্য সাংবাদিক ইয়াছিন আরাফাত।
সভাপতি তার বক্তব্যে বলেন, কক্সবাজারের সাংবাদিকদের জনক মরহুম আলহাজ্ব নুরুল ইসলামের মৃত্যু নেই। তিনি কক্সবাজারের সাংবাদিক জগতে আজীবন বেঁচে থাকবেন জনক হিসাবে। তাঁর মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিকরা একজন জনককে হারালেন। বিএমএসএফ কক্সবাজার জেলা দলমতের উর্ধ্বে ওঠে মরহুম আলহাজ্ব নুরুল ইসলামকে স্মরণ করবে আজীবন।
সকল বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com