ভারতের অপরাধ মুক্ত শহরের শীর্ষে কলকাতা, রিপোর্ট ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। ভারতের মোট জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দেশের মোট, ১৯, টি শহরের অপরাধ নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছেন ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তাতে দেখা গেছে যে অপরাধ মুক্ত শহর হিসেবে উঠে এসেছে ভারতের কলকাতা শহর। এই শহরের, ২০১৮, থেকে, ২০২০,পযন্ত, যা হিসেবে পাওয়া গেছে তার চুলচেরা ব্যাক্ষা দেওয়া হল,সেই হিসেবে এই দুই বছরের মধ্যে কলকাতা শহরের অপরাধ সংখ্যা ছিল, ১২৯.৫,শ, সেখানে চেন্নাই শহরে, ১৯৩৭.১,ও, দিল্লি তে ২৬০৮.০৬, ও আমেদাবাদ ও সুরাতে, ১৩০০,ও, মোম্বাই শহরে, ৩১৮.৬,শতাঙ। সূত্র মারফত জানা গেছে যে, ২০১৮,থেকে, ২০২০,পযন্ত, অপরাধ হিসেবে দেখা গেছে, ১৯,,হাজার, ৬৮২টি, এবং ২০১৯,শে, তা দাড়ায় ১৭৩২৪,,টি। এবং ২০২০,সালে, এসে দাড়ায় ১৫৫১৭,তে। দিল্লি তে, ২১১,টি, ও, লখনউ তে, ৪৮,টি, ও, কানপুরে ৪৭৬,টি, এবং কলকাতাতে, ৩০২,টি, অপরাধ মূলক কাজ হয়েছে। নারী নির্যাতন ও নারী খুনের ঘটনা খুব বেশি নেই বললেই চলে। তবে পশ্চিম বাংলা সরকারের সরাস্ট্র বিভাগ ও কলকাতা পুলিশ এবং পশ্চিম বাংলা পুলিশের কিছু ক্ষেত্রে কড়া মনোভাবের কারণে এই অপরাধ মুক্ত হয়েছে বলে ধারণা।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com