প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৬:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২১, ১০:৪৩ এ.এম
পটুয়াখালীর লোহালিয়া ও লাউকাঠী নদীতে অবমুক্ত করা হয়েছে দেশীয় মাছের পোনা।
পটুয়াখালি সদর উপজেলা প্রতিনিধি: মোঃ সালাউদ্দিন রুবেল।
দেশে মাছের উৎপাদন বৃদ্ধি ও আহরণের ভারসাম্য রক্ষায় পটুয়াখালীর লাউকাঠী এবং লোহালিয়া নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।আজ সকালে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন মাহমুদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ. মাহফুজুর রহমানসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান জানান, সদর উপজেলার লোহালিয়া ও লাউকাঠী নদীসহ মোট ৩০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে এ বছর রাজস্ব খাতের আওতায় মোট ৪৫৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com