একদিন হঠাৎ করেই দেখলাম "প্রথম আলো বন্ধুসভা" সদস্য সংগ্রহ করছে। বন্ধুদের নিয়ে আবেদন করা শুরু করে দিয়েছিলাম। তখনও বুঝতে পারিনি জীবনে ঠিক কতটা পরিবর্তন আনতে যাচ্ছি। প্রথমদিন ওরিয়েন্টেশন ক্লাসেই হাতে মাইক ধরিয়ে দিল। শুধু তা-ই নয়, কয়েকটি টিমে ভাগ করে বসতে দিল। সেদিন স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন একটি চিত্র দেখতে পেয়েছিলাম। এরপর ধীরে ধীরে আরো অনেক বিষয়ে শিখেছি। আপনি কেন বন্ধুসভা করবেন এবারে সে বিষয়ে আসি:
১. আপনি কথা বলার জায়গা পাবেন। মানে এখানে আপনি চাইলে আপনার সব ধরনের প্রতিভার বিকাশ করতে পারবেন। কারণ চমৎকার মানুষজনের সাথে আপনার পরিচয় হবে। তাঁদের থেকে অনেক বিষয়ই শেখার আছে। মনে করুন, আপনি গান ভালোবাসেন। ঠিকই দেখবেন গানের শিক্ষকও বন্ধুসভা করছে। তখন আপনি নিজের জ্ঞানার্জনের জন্য ভালো দিকনির্দেশনা পেতে পারেন। এভাবে গান, নাচ, আবৃত্তি, উপস্থাপনা সহ আরো নানান ক্ষেত্রে আপনার এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
২. টিমে কাজ করতে শিখবেন। একটি প্রোগ্রামে আপনার ভূমিকা রাখার ক্ষেত্র পাবেন এখানে। দলভিত্তিক কাজে আপনাকে যিনি নেতৃত্ব দিচ্ছে দেখবেন তিনিই আপনার শিক্ষক। বন্ধুসভার টিমগুলোর অংশ হয়ে আমি অনেক কাজ শিখেছি।
৩. লিডারশীপ স্কিল অর্জনের সহজ পথ বন্ধুসভা করা। আপনাকে যাঁরা নেতৃত্ব দিবে তাঁরা অনন্য, অসাধারণ এবং বিনয়ী। তাঁদের একেকজনের অর্জনের দিকে তাকালে আপনার কাজের আগ্রহ বেড়ে যাবে।
৪. বন্ধু পাওয়া যায়। এখানে কাজ করতে এসে অনেক মানুষের সাথে পরিচয় হবে আপনার। হয়ত একেকজন বাংলাদেশের একেক প্রান্তে বসবাস করছে। কিন্তু আপনার প্রয়োজনে দেখবেন তারা আপনার পাশেই আছে। আপনার নেটওয়ার্কিং-এর জন্য একটি ভালো প্লাটফর্ম হতে পারে বন্ধুসভা। এখন তো বিদেশেও বন্ধুসভা রয়েছে।
৫. সবশেষে, আপনার অর্জন। আপনি দেশের জন্য বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে পারবেন। যেমন: মাদক বিরোধী কর্মসূচি, বাল্যবিবাহ নিরোধের কর্মসূচি ইত্যাদি। পাশাপাশি নিজেকে পরিবর্তশীল পৃথিবীর জন্য তৈরি করতে পারছেন অনায়াসে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com