প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৭:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২১, ৬:২০ পি.এম
সদ্যগঠিত কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান সংসদকে বিভিন্ন মহলের অভিনন্দন
কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবুর অনুমতিক্রমে, মুক্তিযোদ্ধার সন্তান, রেডিও নলতার স্টেশন ম্যানেজার ও জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি শেখ সেলিম শাহরিয়ার 'কে আহবায়ক ও জি এম সাইফুল ইসলাম'কে সদস্য সচিব করে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা শাখায় ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা পরিবার,রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবীদ,যুবা সংগঠন, শিল্প-সাহিত্য প্রেমী ও সাংবাদিকবৃন্দসহ সর্বস্থরের মানুষ নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নতুন কমিটির সদস্যবৃন্দ তাদের জামুকা অনুমোদিত গঠনতন্ত্র শতভাগ বাস্তবায়নে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক বীরের সন্তান রেডিও নলতার স্টেশন ম্যানেজার শেখ সেলিম শাহরীয়ার বলেন “মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমাদের নীতি আদর্শ এবং চেতনায় মহান একাত্তরের প্রতিফলন প্রতিফলিত করার জন্য আমরা চেষ্টা করবো। পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়নের জন্য কাজ করার জন্য নতুন নতুন কার্যক্রম বাস্তবায়ন চেষ্টা করবো”। তারা ইতিমধ্যে মুক্তিযোদ্ধাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে ভিডিও ধারন ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে সাতক্ষীরা জেলায় বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ডাটাবেজ তৈরী কাজ শুরু করেছে। আগামীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সুরক্ষা বিষয়ে তাদের সামাজিক অবস্থা নিয়ে এই ডাটাবেজের তথ্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উত্থাপন করা হবে। কালিগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধাদের উন্নয়ন ও সর্বস্থরের মানুষের পাশে থাকবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কালিগঞ্জ শাখা এমনটাই প্রত্যাশা এলাকাবাসির।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com