যশোরের অভয়নগর নওয়াপাড়া পৌরসভা নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সুশান্ত কুমার দাস শান্ত। তিনি নৌকা প্রতীকে ২২ হাজার নয়শ’ ১৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এসএম মহসীন আলী হাতপাখায় পেয়েছেন সাত হাজার আটশ’ ২৭ ভোট। এছাড়া, জাতীয়পার্টির আলমগীর ফারাজী লাঙল প্রতীকে সাতশ’ ৩৫ ভোট পেয়েছেন।
এছাড়া, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে তানভীর হোসেন তনু টেবিল ল্যাম্পে এক হাজার চারশ’ ৪১, ২ নম্বর ওয়ার্ডে মোস্তফা কামাল উটপাখি প্রতীকে এক হাজার দুইশ’ ৩৮, ৩ নম্বর ওয়ার্ডে তালিম হোসেন ডালিম প্রতীকে দুই হাজার একশ’ ১৪, ৪ নম্বর ওয়ার্ডে আবদুস সালাম উটপাখি প্রতীকে এক হাজার সাতশ’ ৩৩, ৫ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মোল্লা উটপাখি প্রতীকে দুই হাজার তিনশ’ ২০, ৬ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ডালিম প্রতীকে এক হাজার দুইশ’ ২০, ৭ নম্বর ওয়ার্ডে রেজাউল ইসলাম ফারাজী উটপাখি প্রতীকে এক হাজার দুইশ’ ৮৭, ৮ নম্বর ওয়ার্ডে বিপুল শেখ উটপাখি প্রতীকে এক হাজার পাঁচশ’ ৭৩ এবং ৯ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান টেবিল ল্যাম্পে এক হাজার দুইশ’ চার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত কাউন্সিলর হিসেবে ১ নম্বর ওয়ার্ডে রোকেয়া বেগম বাস প্রতীকে চার হাজার পাঁচশ’ ৬৬, ২ নম্বর ওয়ার্ডে শিরীনা বেগম আনারস প্রতীকে পাঁচ হাজার একশ’ ৬৮ ও ৩ নম্বর ওয়ার্ডে রাশিদা আক্তার লিপি চশমা প্রতীকে তিন হাজার পাঁচশ’ ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। বৈরী আবহাওয়ার মধ্যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যায়। প্রথমবারের মতো নওয়াপাড়া পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী ও রিটার্নিং অফিসার,মোঃ আমিনুর রহমান বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ভোট খুবই শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com