রীতিমত প্রাণ ছুঁয়ে গেল। আমার হাত, পা কেটে নেয়ার হুমকিতে সাংবাদিক থেকে সংগঠক, শুভানুধ্যায়ী থেকে আপামর জনতা যেভাবে প্রতিবাদের ঝড় তুলেছেন তার কৃতজ্ঞতা জানানোর যুৎসই ভাষা আমার জানা নেই। শুধু বলতে পারি, চোখের যে অশ্রæ সংবরণ করতে পারিনি সেই অশ্রæটুকু আপনাদের করকমলে রাখলাম। আমার সবটুকু শ্রদ্ধা, সবটুকু ভালবাসা রেখে দিলাম শুধুই আপনাদের জন্য। যারা প্রতিবাদ করেছেন, যারা মন্তব্য ছুঁড়ে দিয়েছেন তাদের জন্য আমার অন্তরের অন্তস্থলে জমা রইলো আকাশসম শ্রদ্ধামিশ্রিত ভালবাসা। আপনারা নেপথ্যের অনেক কিছুই হয়তো জানেন না। কেবলমাত্র আপনাদের বাদ প্রতিবাদে আজ আমার সর্বোচ্চ নিরাপত্তা জুটেছে, আপনাদের উদ্বেগ উৎকন্ঠার কারণে স্ত্রী সন্তান পেয়েছে নিñিদ্র নিরাপত্তা। সেই আমি আর কিভাবে যে কৃতজ্ঞতা জানাবো তার কোনো পদ্ধতি, প্রক্রিয়া আমার জানা নেই।
প্রতিহিংসার আড়ালে দুর্বৃত্তচক্র যে ধররে ব্যক্তিগত আক্রমষ শানিয়েছিল তাতে একজন রিমনকে ধ্বংস করে রাস্তায় ছুঁড়ে ফেলার জন্য যথেষ্ঠ ছিল। কিন্তু আপনাদের অবিরাম ভালবাসার বর্ম আমাকে রক্ষা করেছে, বাঁচিয়ে দিয়েছে। এক্ষেত্রে আমার স্ত্রী চামেলী রহমানের অবিচল আস্থা আর ভালবাসার শত ভাগ বিশ্বাস আমাকে সচল থাকতে সাহায্য করেছে। তার প্রতিও আমার কৃতজ্ঞতা অবিরাম।
সংবাদ প্রকাশের আক্রোশেই আমার উপর পেশাগত আক্রমণ চালানো হলেও তাদের আক্রমণের ধরণ ছিল ব্যক্তিগত। আমাকে ব্যক্তিগত ভাবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে এমনকি পেশাগত ভাবে বিচ্ছিন্ন করে একাকী বানিয়ে দেয়াই ছিল তাদের উদ্দেশ্য। একাকী বানাতে পারলেই আমার উপর যে কোনো ধরনের আক্রমণ ও আঘাত বিনা বাধায় করতে পারতো তারা। কিন্তু আপনাদের ভালবাসা আর বিবেকবোধের প্রতিবাদ তাদের সে বাসনা পূর্ণ করতে দেয়নি। বরং আমাকে একাকী বানানোর চেষ্টা করতে গিয়ে দুর্বৃত্তরা সব কুল হারিয়েছে, নিজেরাই হয়ে পড়েছে পুরোপুরি সঙ্গিহীন।
আপনাদের সমস্বরের প্রতিবাদ আমাকে রক্ষা করেছে। ফেসবুকে দেয়া আমার স্ট্যাটাসকে ঘিরে আমার অজান্তেই যে প্রতিবাদ আন্দোলন আপনারা গড়ে তুলেছেন তার কোনো জুড়ি নেই। প্রতিবাদী ¯েøাগান থেকে শুরু করে বিদ্রোহী ছড়া, কবিতা সবই রচিত হয়েছে সীমিত পরিসরে। সব মিলিয়ে আমার জন্য তা আলাদা এক ভ‚বণ তৈরি করে দিয়েছে। এখন দুর্বৃত্তচক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে, আর যাবতীয় বিষয় মনিটরিং এর দায়িত্ব নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়। মাঠ পর্যায়ে নিরাপত্তাহীনতা পরখ করছে বিশেষ গোয়েন্দা সংস্থা। সবকিছুই আপনাদের প্রতিবাদ, উদ্বেগ উৎকন্ঠার ফল, ফসল। আবারও সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, আবারও জানাচ্ছি অকৃত্তিম ভালবাসা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com