থেকে ৪০ কেজি গঁাজাসহ এক মাদক ব্যাবসায়ী মোঃ সবুজ (২৯) কে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি অপারেশন দল।
অপারেশন পরিচালনা করে (১) ৪০ কেজি গঁাজা, (২) ০১ টি পিকআপ, (৩) ৮৬ পিচ খালী ক্যারেট, (৪) ০১ সেট গাড়ীর কাগজ এবং আসামী ১। মোঃ সবুজ (২৯),
আটককৃত আসামি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানাধীন রাজাপুর বাজার সংলগ্ন চিখটিয়া এলাকার
আব্দুল মজিদের ছেলে।
তার বর্তমান ঠিকানা- সাং-ওলউন (সোয়াগাছী বাজারের পাশে), থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা।
ঘটনা সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন আমচত্তরস্থ রাজশাহী বিজ্ঞান স্কুলের পশ্চিম দিক সংলগ্ন মেসার্স ভাই ভাই ভলকানাইজিং এর সামনে
০১টি পিকআপ ভ্যান খালী ক্যারেটের আড়ালে গাঁজাসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত স্থানে পৌছানো মাত্রই র্যাবের উপস্থিতি টের পাইয়া ০২ জন ব্যক্তি পিকআপের দরজা খুলিয়া কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে পৌছানো মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি পিকআপের দরজা খুলে কৌশলে পালানোর চেষ্টা করে এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই পিকআপসহ ০১ জন ব্যক্তিকে (উক্ত পিকআপের হেলপার) আটক করে এবং অপর ০১ জন ব্যক্তি (উক্ত পিকআপ চালক) কৌশলে দক্ষিণ দিকে পালিয়ে যায়।
পলাতক আসামী ২। মোঃ সোহাগ (২১) (উক্ত পিকআপ চালক), পিতা-মোঃ আবুল কাশেম, বর্তমান ঠিকানাঃ সাং-উলুনপুর, ডাকঘর-সোয়াগাছী বাজার, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা।
আটককৃত আসামীর দেখানো মতে সিঙ্গেল কেবিন পিকআপের পিছনের বডি হইতে ৮৬টি খালি ক্যারেটের আড়ালে অভিনব কায়দায় ০৪টি ক্যারেটের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত খাকী রংয়ের কসটেপ দ্বারা প্যাঁচানো ২০ (বিশ) প্যাকেট অবৈধ মাদকদ্রব্য গাঁজা যাহার প্রতি প্যাকেটে ০২ কেজি করে (প্যাকেটসহ) সর্বমোট (২০ন্স২) = ৪০ (চল্লিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা(যাহা আমাদের সঙ্গে থাকা ডিজিটাল ওয়েট মেশিন দ্বারা ওজন করিয়া প্রতি প্যাকেটে ০২ কেজি করিয়া (২০ন্স২) = ৪০ (চল্লিশ) কেজি গাঁজা পাওয়া যায়), যাহার মূল্য প্রতি কেজি ৪০,০০০/- টাকা হিসাবে (৪০ন্স৪০০০০) = সর্বমোট মূল্য অনুমান ১৬,০০,০০০/- ( ষোল লক্ষ) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উপরোক্ত সাক্ষীগণের সামনে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে প্রকাশ্যে অকপটে স্বীকার করে যে, সে এবং পলাতক আসামী পরস্পর যোগসাজসে উক্ত মাদকদ্রব্য গাঁজা বিশেষ কায়দায় কুমিল্লা জেলা হইতে আনয়ন করিয়া রাজশাহী মহানগরীর অজ্ঞাতনামা ব্যক্তির নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে সংগ্রহ করিয়া জব্দকৃত গাঁজা বহন করিয়া বর্ণিত ঘটনাস্থলেই অবস্থান করিতেছেল।
আসামীর বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।