বন্যা কবলিত এলাকার মানুষের সাহায্য এগিয়ে আসলেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য শ্রী বিভাস সরদার।। আজ সারা পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় যখন জলের তলায় বেশিরভাগ ক্ষেত্রেই। সাধারণ মানুষ যখন জল বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। ঠিক সেই সময় বন্যা বিদ্ধস্ত সাধারণ মানুষের কাছে সাহায্য জন্য ত্রাণ নিয়ে দ্রুত পৌঁছে গেলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন এলাকার বারুইপুর পূর্বের বিধায়ক ও তৃনমূল দলের অন্যতম প্রধান নেতা শ্রী বিভাস সরদার। তিনি আজ বারুইপুর পূর্বের চাম্পাহাটিতে বন্যা কবলিত এলাকার মানুষের কাছে ত্রাণ ও বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার নিয়ে পৌঁছে গেলেন। সেখানে সাধারণ মানুষের থাকার জন্য সরকারি ইস্কুলে ঠাই দেওয়া হয়েছে অসহায় মানুষের জন্য এবং তাদেরকে নিজের তত্তাবধানে রান্না করা গরম গরম খিচুড়ি ও ভাত ও আলুর দমের তরকারি ব্যাবস্থা করেন। সেই সঙ্গে তিনি তার বিধান সভা এলাকার মানুষের জন্য ত্রাণ বিতরণ এর ব্যাবস্থা করেন এবং তার এলাকার বন্যা কবলিত মানুষের খোঁজ খবর নেন বিভিন্ন ভাবে। একই সাথে আজ বারুইপুর পূর্ব বিধান সভার অন্তর্গত নবগ্রাম অঞ্চলের উপপ্রধান জনাব আক্তার হোসেন মন্ডলের নেতৃত্বে তার এলাকার মানুষের ঘরের আশে ও পাশে এবং জমা রাস্তার জল পাম্প করে বাইরে ফেলার ব্যাবস্থা করেন। নবগ্রাম অঞ্চলের বিভিন্ন স্থানে এতটাই জল জমে গেছে সারা মাঠ সাদা ধু ধু করছে। সবুজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই এলাকায়। এবং বৃন্দাখালি অঞ্চল সহ বিভিন্ন যায়গায় জল বের করে আদি গঙ্গায় জল ফেলতে সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নবগ্রাম অঞ্চলের উপপ্রধান জনাব আক্তার হোসেন মন্ডল। তিনি স্হানীয় বিধায়ক শ্রী বিভাস সরদার সাথে সরাসরি যোগাযোগ রেখে চলেছে এবং তার অঞ্চল এর সাধারণ মানুষের পাশে রয়েছে বলে জানিয়েছেন।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com