প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২১, ৭:১১ পি.এম
পটুয়াখালীতে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধার ভাস্কর্য স্থাপন এর শুভ উদ্বোধন।
পটুয়াখালীতে জেলা পরিষদের উদ্যোগে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধার ভাস্কর্য স্থাপনের শুভ উদ্বোধন করা হয়।
পটুয়াখালীর সার্কিট হাউজ মোড়ে শেখ রাসেল শিশু পার্কের সামনে নির্মিত বীর
মুক্তিযোদ্ধার ভাষ্কর্যের শুভ উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা পরিষদ চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মোহন মিয়া।
এসময় বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি (২০২০/২০২১) এর অর্থায়নে ৮০০,০০০ (আট লক্ষ) টাকা ব্যয়ে বীর মুক্তিযোদ্ধর ভাস্কর্যটি নির্মান করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ রফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা পরিষদের প্রকৌশলী মোঃ শাহজাহান মিয়া সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
অনুষ্ঠান উদ্বোধন শেষে জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া "দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিনকে জানান যে, মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা
জানাতে এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে জেলা পরিষদের অর্থায়নে এ ভাষ্কর্য নির্মাণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় বীর মুক্তিযোদ্ধার ভাষ্কর্য নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com