প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২১, ৯:৫১ এ.এম
ফুটবল উপ-কমিটির সভায় রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার
মোঃ আবু তৈয়ব:মাঠে খেলাধুলা সুস্বাস্থ্য গড়ে তুলতে সাহায্য করেপাশাপাশি মন মানসিকতা বিকাশ ঘটায়, রাঙ্গামাটি জেলা ফুটবল উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত কমিটির সভাপতি হিসেবে সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর মোদ্দাছ্ছের হোসেন মহোদয়। রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী , বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় বড়ুন বিকাশ দেওয়া ,প্রমূখ ।
সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, ফুটবল আমাদের দেশের জনপ্রিয় একটি খেলা। প্রতিবছর নিয়মিত ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের মাধ্যমে সেরা ফুটবল খেলোয়াড় তৈরি করা সম্ভব। পুলিশ সুপার মহোদয় আরো বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে খেলাধুলার প্রয়োজনীয়তা অনেক। তাই প্রতিযোগিতামূলক ফুটবল খেলার আয়োজন করার জন্য এবং জেলা ফুটবলের মান উন্নয়নে নানাবিধ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় রাঙ্গামাটি জেলা ফুটবলের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকরা হয়।মাঠে খেলাধুলা সুস্বাস্থ্য গড়ে তুলতে সাহায্য করে পাশাপাশি মন মানসিকতা বিকাশ ঘটায় ।
বর্তমান সময়ে প্রতিযোগিতা মূলক খেলা ধুলার আয়োজন করলে ফুটবল প্রেমী খেলোয়াড়গণ উৎসাহিত হবে।
এসময় রাঙ্গামাটি জেলা ফুটবল উপ-কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com