নর্দান বিশ্ব বিদ্যালয়ের ভিসি, শিক্ষাবিদ এবং আশাশুনী দেবহাটা কালিগঞ্জ, (অংশ বিশেষ) সাতক্ষীরা তিন আসনের আওয়ামীলীগ হতে মনোনয়ন প্রত্যাশী ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহর সমর্থনে গতকাল মোটর শোভাযাত্রা এবং গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক মোটর সাইকেল, মাইক্রোবাস, পিকআপ এর উপস্থিতিতে সুবিশাল বহর পুষ্পকাঠি হতে সখিপুর কলেজ মাঠে যেয়ে সমাবেশ করে এবং পুনরায় মোটরসাইকেল বহরটি পুষ্পকাঠি যেয়ে শেষ হয়। এর পূর্বে সাতক্ষীরা সার্কিট হাউস হতে সকাল দশটার কিছু পরে ড. মোঃ ইউসুফ আব্দুল্লাহ কয়েকশত মোটরসাইকেল বহর নিয়ে দেবহাটা সীমান্ত পুষ্পকাঠিতে পৌছালে অপেক্ষামান সমার্থকরা তাকে স্বাগত জানান এবং অপেক্ষায় থাকা মোটরসাইকেল, মাইক্রো এবং পিকআপ বহরের সাথে যোগ হয়। একটি খোলা মাইক্রোবাসে দাড়িয়ে থেকে তিনি বহরের নেতৃত্ব দেন এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে লিফলেট বিতরন করেন। পুষ্পকাঠি, বহেরা, কুলিয়া, পারুলিয়া হয়ে সখিপুর কলেজ মাঠে যেয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বহেরা থাকা সমর্থকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, শেখ হাসিনার সরকার, বারবার দরকার, শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা মুক্ত বাংলাদেশ, প্রধানমন্ত্রীর জন্মদিন সফল হোক, প্রভৃতি শ্লোগান উচ্চারিত হতে থাকে। মোটর শোভাযাত্রা উপলক্ষে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা আইন শৃংখলার অবনতি না ঘটে সে উপলক্ষে সড়কগুলোতে পুলিশের ব্যাপক নিরাপত্তার বিষয়টি ছিল লক্ষনীয়। পুষ্পকাঠি হতে সখিপুর সড়কের বিভিন্ন এলাকায় দিয়ে বহর অতিক্রম করার সময় ইউসুফ আব্দুল্লাহ হাত নেড়ে উপস্থিত জন সাধারনের প্রতি অভিনন্দন জানান। সখিপুর সরকারী খান বাহাদুর আহছানউল্ল্যা কলেজ মাঠে সখিপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি আমজাদ সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, আ’লীগ নেতা প্রাক্তন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স,ম গোলাম মোস্তফা, আলহাজ্ব রফিকুল ইসলাম, আফছার আলী বাবলু, প্রাক্তন চেয়ারম্যান নজরুল ইসলাম, শেখ আঃ ইসলাম প্রমুখ। পরে বহেরা বাজারে যেয়ে সমাবেশের মাধ্যমে শোভাযাত্রা এবং গণসংযোগ শেষ হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com