আরিফুল ইসলাম আশা:ধর্ষণের পর গলায় বৈদ্যুতিক তার পেচিয়ে হত্যা করে ভারতে পালিয়ে যাবার মূহুর্তে আটক করা হয়েছে দশম শ্রেণির ছাত্রী পূর্নিমা হত্যার আসামি প্রেমিক পার্থ মন্ডলকে।
সাতক্ষীরার বৈকারি সীমান্ত দিয়ে পালিয়ে যাবার সময় শনিবার রাতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে এই ঘাতককে গ্রেফতার করা হয় বলে জানান সাতক্ষীরার পুলিশ সুপার। তিনি বলেন সে সরল স্বীকারোক্তি দিয়ে জানিয়েছে সে কেনো এবং কিভাবে তার প্রেমিকাকে খুন করেছে। পার্থ মন্ডল দেবহাটা উপজেলার টিকেট গ্রামের শিবু মন্ডলের ছেলে। সে কালিগঞ্জ প্যারা মেডিকেলের প্রথম বর্ষের ছাত্র। নিহত পূর্নিমা দাস একই গ্রামের শান্তি রঞ্জনের মেয়ে ও গাভা স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
রোববার তার সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন টিকেট গ্রামের স্কুল ছাত্রী পুর্নিমা দাসের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে প্রেমিক পার্থ মন্ডল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিল। এ সময় প্রেমিকা অন্যের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে বলে জানতে পারে সে। এরপর থেকে সে তাকে হত্যার পরিকল্পনা করে বলে স্বীকার করেছে।
পুলিশ সুপার বলেন বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্নিমা তার স্যারের কাছে প্রাইভেট পড়তে গেলে তাকে ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে ডেকে নেয় পার্থ । পরে তাকে একটি ঝোপ জঙ্গলের মধ্যে নিয়ে প্রথমে ধর্ষণ করে। এরপরই সে তার গলায় বৈদ্যুতিক তার পেচিয়ে শ্নাসরোধ করে হত্যা করে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com