আমাদের বেশিরভাগ সংবাদকর্মি সার্বজনীন কোনো শপথনামা ছাড়াই সাংবাদিকতার পেশায় পা ফেলেন, ফলে নিজের দায়িত্ব, কর্তব্যবোধ বিষয়ে বিস্তারিত না জানারই কথা। সাংবাদিকতার শুরুতেই জানার কথা, জাতিসত্তা বিনাশী এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখন্ডতা ও সংবিধান বিরোধী বা পরিপন্থী কোন সংবাদ অথবা ভাষ্য প্রকাশ করা যাবে না। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের আদর্শ ও অর্জনের বিরুদ্ধে কোনভাবেই প্রচারণা করা যাবে না। ধর্মীয় উন্মাদনা ছড়ায় কিংবা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ায় এমন সব রকম কর্মকান্ড, লেখনি থেকে অবশ্য অবশ্যই বিরত থাকতে হবে।
আরো যেসব কর্মকান্ড থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশনা রয়েছে সেগুলো হচ্ছে, জনগণের ব্যক্তিগত অধিকার ও অনুভ‚তিতে আঘাত না করা, সকল প্রকার গুজব ও কুৎসা রটনা থেকে বিরত থাকা, রুচিহীন, অশালীন সংবাদ প্রকাশ না করা, বংশ, গোষ্ঠী, অঞ্চল ভিত্তিক দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে পড়ার মতো সকল প্রকার লেখনি থেকে বিরত থাকা অত্যাবশ্যকীয় দায়িত্ব। এগুলো সবই প্রেস কাউন্সিল এ্যাক্ট, ১৯৭৪ এর ১১ঃ (বি) ঃ ধারা অনুযায়ী প্রণীত সংবাদপত্র, সংবাদ সংস্থা এবং সাংবাদিকের জন্য অনুসরণীয় আচরণ বিধির অংশ।
লেখকঃসাঈদুর রহমান রিমন
সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com