প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২১, ৯:৪৬ এ.এম
পিরোজপুরে বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের সমাবেশ
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
করোনায় দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে দেশের উপকূলীয় জেলা পিরোজপুরে বেড়েছে বাল্যবিবাহের সংখ্যা। স্কুল-কলেজ খুললেও নিয়মিত ক্লাসে আসছে না অনেক ছাত্রী।
এ দিকে বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ করেছে উপজেলা প্রশাসন। কাউখালী কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা বলেন, করোনার প্রায় ০২ বছরে অনেক কন্যা শিক্ষার্থী ঝড়ে পরেছে। তার প্রধানতম সমস্যা বাল্যবিয়ে। দেশের প্রশাসন কাজ করছে, আপনাদের সবার সহযোগিতা পেলে ১০০% বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব।
এসময় নির্বাহী অফিসার রেখা শিক্ষার্থী ও অভিভাবকদের বাল্যবিয়ে প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com