প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২১, ৯:০০ এ.এম
মুন্সীগঞ্জে লৌহজংয়ের মাওয়া এক্সপ্রেসওয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের লৌহজংয়ের মাওয়া টোল প্লাজার সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী আহত হয়েছে। গত রাত সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। আহত আরোহী রাজন (২৭) ও হৃদয়কে (৩০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো ল ৫১-৪১৮৬) মাওয়া গোল চত্বও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের সাথে সজোড়ে ধাক্কা লাগে।
এ সময় মোটরসাইকেল থেকে আরোহীরা ছিটকে সড়কে পড়ে আহত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহফুজ রিবেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়। আহত রাজন ঢাকার কাওরান বাজার ও হৃদয় ডেমরা এলাকার বাসিন্দা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com