আগামী কাল কলকাতার ভবানীপুর সহ তিন কেন্দ্রে উপনির্বাচন, ভাগ্যপরীক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আগামী কাল সকাল থেকে কলকাতার ভবানীপুর বিধান সভা ও মুর্শিদাবাদ জেলার সামশেরগন্ঙজ ও জঙ্গিপুর বিধান সভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। এই তিন টি কেন্দ্রে আইন শৃঙ্খলা বজায় রাখতে মোট, ৫২, কোম্পানি আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। যার মধ্যে কলকাতার ভবানীপুর বিধান সভা কেন্দ্রে মোট, ১৫,কোম্পানি, সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। এখানে মোট বুথ হয়েছে, ২৮৭,টি, যায় মধ্যে প্রধান বুথ হয়েছে, ২৬৭,টি, এবং অক্সিলিয়ারি বুথ হয়েছে, ১৮,টি। ভবানীপুর বিধান সভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা, ২,লক্ষ, ৬,হাজার, ৪৫৬,জন। এর মধ্যে হিজড়া ভোটার অথাৎ তৃতীয় লিঙ্গ ভোটার সংখ্যা, ৪,জন। পুরুষ ভোটার সংখ্যা, ১,লক্ষ, ১১,হাজার, ২৪৩,জন। মহিলা ভোটার সংখ্যা, ৯৫,হাজার, ২০৯,জন। জঙ্গিপুর বিধান সভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা, ২,লক্ষ, ৫৪,হাজার, ৭২৬,জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা, ১,লক্ষ, ২৯,হাজার, ৪০৪,জন। এর মধ্যে হিজড়া ভোটার, ৬,জন। মহিলা ভোটার সংখ্যা, ১,লক্ষ, ২৫, হাজার, ৩০৬, জন। এখানে মোট বুথ হয়েছে, ২৫৯,টি। প্রধান বুথ হয়েছে, ২০৪,টি। এই কেন্দ্রটির জন্য নিরাপত্তা ব্যবস্থা করতে মোট, ১৯,কোম্পানি, কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং মুর্শিদাবাদের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল সামশেরগন্ঙজ, ঔ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা, ২, লক্ষ, ৩৫,হাজার, ৫১১,জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা, ১,লক্ষ, ১৫, হাজার, ২৩৭,জন। মহিলা ভোটার সংখ্যা, ১,লক্ষ, ২০, হাজার, ২৭২,জন। যায় মধ্যে হিজড়া, ০২,জন । মোট বুথ হয়েছে, ৩২৯,টি। প্রধান বুথ হয়েছে, ২৩৯,টি, এবং অক্সিলিয়ারি বুথ হয়েছে, ৯৮,টি। এই কেন্দ্রের জন্য মোট, ১৮,কোম্পানি, আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সেই সাথে থাকবে পশ্চিম বাংলার পুলিশ বাহিনী। প্রতিটি বুথে চারপাশে থাকবে, ১৪৪,ধারা, জারি থাকবে। থাকছে মাইক্রো অবজারভার। প্রতিটি বুথে দুই জন করে কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্য থাকবে। আগামী নির্বাচনে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য পরিক্ষা হতে চলেছে। কারণ গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধান সভা কেন্দ্র থেকে বিজেপি নেতা ও প্রার্থী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন। তাই তিনি এই ভবানীপুর বিধান সভা কেন্দ্রে উপনির্বাচন জিততে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com