প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২১, ৩:১৯ পি.এম
পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে প্রতারক চক্রের সক্রিয় ১ সদস্য গ্রেফতার।
পটুয়াখালি সদর উপজেলা প্রতিনিধি: মোঃ সালাউদ্দিন রুবেল।
পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকা সক্রিয় সদস্য মোজাম্মেল বিশ্বাস (৫৬), নামের এক জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। আটককৃত মোজাম্মেল বিশ্বাস (৫৬), পৌরসভার ৬ নং ওয়ার্ড, নতুন বাজার এলাকার বাসিন্দা মৃত জয়নাল আবেদীন বিশ্বাসের ছেলে তার মায়ের নাম মৃত লালবরু বিবি তিনি পেশায় একজন হকার এবং তার নেতৃত্বে পটুয়াখালীতে একটি প্রতারক চক্র রয়েছে প্রতারনা করেই জীবিকা নির্বাহ করে আসছে।ডিবি পুলিশের সুত্রে জানাগেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশে এস,আই জিয়াউর রহমান, এস,আই সজল ক্লান্তি দাস, এস,আই সম্ভিত রায়, এস,আই সাইদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় (কং/৩০০)কাওছার মাহমুদ, (কং/৯২৭)কাওছার সিকদার, (কং/) মোস্তাফিজুর রহমান সহ ডিবি পুলিশের অভিযানিক দল পটুয়াখালী পৌরসভার সরকারি কলেজ রোডস্থ একটি বিকাশের দোকান হইতে প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোজাম্মেল বিশ্বাস (৫৬),কে আটক করে।আটককৃত আসামি পেশায় একজন হকার বিভিন্ন জায়গা থেকে লোকজনের নাম্বার সংগ্রহ করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গোপনে গা-ডাকা দিয়ে থাকে এবং চোরাইকৃত মোবাইল ফোন ও মালামাল জব্দ করে সেই মোবাইল দিয়ে নিকটতম আত্মীয় স্বজনের কাছে ফোন করে বিকাশ ও নগতের মাধ্যমে টাকা আদায় করে জীবিকা নির্বাহ করে আসছে এবং পটুয়াখালীতে একটি প্রতারক চক্র রয়েছে তার নেতৃত্বে।
ঘটনার বিবরনে জানা যায়, একজন ইউপি সদস্য তার বিরুদ্ধে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখায় অভিযোগ দায়ের করেন, অভিযোগে বলা হয় গত ২৭/০৯/২০২১ ইং তারিখ আনুমানিক বেলা ১১.৩০ মিনিটের সময় জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে তার নিজের ভোটার আইডিকার্ড সংশোধন করতে গিয়ে ভুল করে ব্যাবহৃত স্যাম্ফনি মোবাইল ফোন, তার মায়ের বয়স্ক ভাতা পরিশোধ বই ও কিছু জরুরি কাগজপত্র ফেলে যান।পরে চুরি হয়ে যাওয়া ফোন নাম্বার -০১৭৭৭০৪৮৫০৯ নাম্বার হতে ইউপি সদস্যের নিকট আত্মীয় স্বজনের কাছে ফোন করে মালামাল ফেরত দেয়ার জন্য টাকা দাবি করে। তিনি বিষয়টি জেলা গোয়েন্দা শাখায় অবহিত করলে জেলা পুলিশ সুপারের নির্দেশে দ্রুত গতিতে আসামির দেয়া বিকাশ নাম্বার শনাক্ত করে পটুয়াখালী কলেজ রোডস্থ বিকাশের দোকান হইতে প্রতারককে দেয়া ৫১০০ টাকা, সহ আটক করা হয়। এসময় তার ভাষ্যমতে বাসায় চোরাইকৃত মোবাইল ও মালামাল রয়েছে, পড়ে ডিবি পুলিশ নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সকল মালামাল উদ্ধার করে। এবিষয়ে পটুয়াখালী সদর থানায় আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com