পরীক্ষা
শিরিনা আফরোজ
জীবন তখনই কেবল থামে।
যখন বিধাতার নির্দেশে সমন আশে নীল খামে।
কিন্তুু তার আগে জীবনকে টানতে হয়
জীবনের মহামূল্য দামে।
কিছু জীবনের গল্প সদ্য জন্ম নেওয়া
শিশুর মতন, হামাগুরি দিয়ে হাটতে শেখা
আঁধো আঁধো করে বলতে শেখা
অসমান্তরাল পথের ভাগ্য লেখা।
কাটার আঘাতে অজস্র ক্ষত পায়ে
নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়া
তারই মধ্য হিংস্র শিকারীর আঘাতে কষ্ট পাওয়া।
এই সব দিন রাত্রি সঙ্গী করে ই,
দুঃসময়ের যাত্রীরা ছুটে চলে,
ঢাল নাই, তরোয়ার নাই, সেনা সামন্ত
বিত্ত বৈভব কিছুই নাই
তবুও তাদের পিশে দিতে
জানোয়ারেরা ঐক্যবদ্ধ হয় দলে দলে।
কি বিকৃত মানসিকতা, কি দাম্ভিকতা
অমানবিকতায় এরাই সিদ্ধ হস্ত কালে কালে।
ঈশ্বর নিশ্চুপ নির্বিকার!
তার কিছু পরীক্ষা দরকার,
তিনি চুপটি করে দেখেন,
কে কতো খানি ভরসা করেন তারে।
কে পরীক্ষায় টিকে থাকে বিশ্ব সংসারে?
কিন্তুু যে জন জীবন পরিক্ষায়
জিতে গেছে বারংবার
তুমি কি দিয়েছো তারে ?
পুরস্কার নাকি তিরস্কার!
হিসেবের কালে যদি গরমিল হয়,
আসল নকলে সব যদি গুলিয়ে যায়,
অকৃতকার্যের ভার টুকুন তুমি নিও তবে
যা কিছু ভালো মন্দ,শান্তি অশান্তি, দুঃখ কষ্ট
সব ই তো তোমার,ইশারায় ঘটেছে এই ভবে।
তাহলে মিথ্যের কাছে সত্য কেন হারে
নিশ্চুপ রও কেন তুমি বারে বারে।
কি খেলা খেলছো প্রভু মানব সংসারে?
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com