প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২১, ৭:২০ এ.এম
আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের তৎপরতায় হারানো মোবাইল উদ্ধার
ঘটনা সূত্রে জানা যায়, নাটোর জেলার সিংড়া থানার বুড়ি কদমা গ্রামের ফটিক সরকারের মেয়ে মিতু খাতুন (২২)। সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় বসবাস করতো। গত ১৬ সেপ্টেম্বর ২০২১ তেরখাদিয়া এলাকা হতে তার ব্যবহৃত Redme Note-8 মোবাইল ফোন হারিয়ে যায়। এ সংক্রান্ত রাজপাড়া থানায় একটি হারানো জিডি এন্ট্রি হয়।
জিডি এন্ট্রি পরবর্তীতে সাইবার ক্রাইম ইউনিটের সহকারি পুলিশ কমিশনার জনাব উৎপল কুমার চৌধুরীর নির্দেশনায় ও সার্বিক তত্বাবধানে এএসআই মোঃ সাইফুল ইসলাম ও তার টিম তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে গত ৩ অক্টোবর ২০২১ রাজশাহী জেলার বাঘা থানার আড়ানি হতে হারানো মোবাইল উদ্ধার করে আজ সোমবার সকালে মালিকের নিকট হস্তান্তর করে।
হারানো মোবাইল ফিরিয়ে পেয়ে মোসাঃ মিতু খাতুন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় সহ সাইবার ক্রাইম ইউনিটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com