দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় ভূমি দস্যুদের দৌরাত্বে স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে দেবহাটা পুলিশ প্রশাসনের নিরবতা এলাকাবাসীর মনে উদ্বেগ সৃষ্টি করেছে। জানা যায়, দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার খলিশাখালী ঘেরে প্রায় ১২০০ বিঘা ব্যক্তি মালিকানাধীন জমিতে ভূমিদস্যুদের লোলুপ দৃষ্টি পড়েছে। ভূমিদস্যুরা জোর করে এসব জমিতে থাকা মাছের ঘের থেকে মাছ নিয়ে যাচ্ছে। হুমকি-ধামকি দিয়ে এসব জমিতে বসবাসরত বাসিন্দাদেরকে তাদের নিজ ভূমি থেকে বিতাড়িত করছে। গত ১১ সেপ্টেম্বর, ২০২১ গভীর রাতে এই সব ভূমি সন্ত্রাসীরা মাছের ঘেরে লুটপাট করে ও ঘের মালিকদের মারধর করে সম্প্রতি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বদরতলা ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের মারপিটে ২ এস আই ও ২ সোর্স সহ আহত হয়েছে ৪ জন। ঘটনা টি ঘটে ৩/১০/২০২১রোজ রবিবার রাত ৮/৩০মিনিটে, আশাশুনি থানার কর্মরত এস,আই আমিরুল ও জাহাঙ্গীর মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক ব্যবসায়ীও ভুমিদর্সু মনিরুল (৩২) পিতাঃ আইয়ুব আলী (৬০), রবিউল গাজী (৩৩) পিতাঃ আরশাদ আলি গাজী ( ৫৫) কে (৩০০০) তিন হাজার পিছ ইয়াবা, ২ কেজি গাজা ও (২০০) পিচ ফেনসিডিল সহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামি ও মালামাল সহ তাদেরকে থানায় নিয়ে যাওয়ার সময়, পাশে লুকিয়ে থাকা তাদের সহযোগী ভুমিদর্সু, মজিদ গাজী (৩৬) পিতাঃনঅগ্যাত, আরিজুল (৩৫) পিতাঃ মূতঃগহর গাজী, সাইফুল গাজী ( ৩২) পিতাঃ বাক্কার গাজী (৫৫) নাম না জানা আরও কয়েক জন ভুমিদর্সু তাদের উপর অতর্কিত অস্ত্র নিয়ে হামলা চালায়, হামলায় ধারালো অস্ত্রের কোপেও লাঠির আঘাতে পুলিশের সোস ও এস আই আমিরুল, জাহাঙ্গীর গুরুতর আহত করে ভুমিদর্সুরা পুলিশের কাছ থেকে আসামি সহ আটক কৃত মালামাল নিয়ে পালিয়ে যায়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম কবির সাহেব সংবাদ পেয়ে, থানার ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে তাদেরকে গুরুতর জখম অবস্তায় উদ্ধার করে এম্বুলেন্স করে দ্রুত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন। এই ঘটনার ঘটার পরও এখানো পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি। আসামি সম্পর্কে জানতে চাইলে স্হানীয়রা বলেন, ঘটনায় জড়িতরা হলো নামধারি সন্ত্রাসী, ভুমিদর্সু, ডাকাতি, চোরাকারবারি, অন্যের জমি দখল, মাদক ব্যবসা, ছিনতাই সহ নানা অপরাধ মুলক কাজের সঙ্গে জড়িত। এলাকায় ত্রাস সৃষ্টিকারি একাধিক মামলার আসামি এরা।কয়েক দিন আগে মালিকানাধীন রেকর্ড কৃত সম্পত্তির খলিশা খালির ঘের দখল করে লুটতরাজ চালাচ্ছে এই ঘটনায় জড়িতরা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com