প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২১, ১১:১৯ পি.এম
কালিগঞ্জে বিপুল পরিমান মাদকসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের মৃত মশিউর রহমানের পুত্র মাদক ব্যবসায়ী রাফায়াত আলী রফু (৪৭), মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত সাদেক টাপালীর পুত্র ফারাকাত আলী টাপালী (৪৫) ও একই ইউনিয়নের দুদলী গ্রামের আবুল কাশেমের পুত্র এনামুল হোসেন মোড়ল(২৭)। থানা পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ সহকারি পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার দুদলী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে রাফায়াত আলী রফুকে ১শ' ১১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এদিকে একইদিনে বিজিবি সূত্রে জানাযায়, মাদক পারাপার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে (৬ অক্টোবর) বুধবার রাত ৯ টার দিকে উপজেলার বাঁশঝাড়িয়া ক্যাম্প সংলগ্ন বেড়িবাদ এলাকা থেকে ক্যাম্পের নায়েব সুবেদার নূর-সোলায়মান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৫শ' পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও ৩শ' পিস ফেনসিডিল সহ ফারাকাত আলী টাপালীকে হাতেনাতে গ্রেপ্তার করে। অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে (৬ অক্টোবর) বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলার দুদলী গ্রামের মোড়লপাড়া এলাকা থেকে এনামুল মোড়লকে ৩শ' গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com