মনিরুজ্জামান (মহসিন): সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউপির সাবেক মেম্বর, কোমরপুর গ্রামের বাসিন্দা মরহুম গোলাম ওয়াহেদ সরদারের স্ত্রী, ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম লুৎফর রহমান সরদার এর মেজ বোন, প্রভাষক ও সংবাদকর্মী মো: মনিরুজ্জামান (মহসিন) এর আপন খালা, কোমরপুর গ্রামের বর্তমান মেম্বর ফরহাদ হোসেন হিরার আপন চাচী, প্রাক্তন মেম্বর লোকমান কবীর এর নানী মাহফুজান নেছা (৮৫) আর নেই। তিনি বাড়ীতে বেশকিছুদিন যাবৎ অসুস্থ থাকার পর ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন ( ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি জামান ও রোকন নামক ২ পুত্র, রেখা, হাফিজা, ছালমা নামক ৩ কন্যা, বেবী ও বকুল নামক ২ বোন, ওয়াজনবী ও আব্দুল্লাহেল বাকী নামক ২ ভাই সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বাদ আছর কোমরপুর সরদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নামাজে জানাযা পরিচালনা করেন মরহুমার পৌত্র বর্তমান ২৪ পারার হাফেজ মো: মোস্তফা সাইফ।
জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা রাখেন কোমরপুর সরদার পাড়া জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মফিজউদ্দিন, ক্বারী ফজলুল হক ও মরহুমার কনিষ্ঠ পুত্র মো: রোকনুজ্জামান।
উক্ত নামাজে জানাযায় মরহুমার ২ সন্তান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, মরহুমার একমাত্র ভগ্নিপতি মো: আজিজুল হক সরদার, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সিনিয়র প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন), তৌফিকুল আলম, সহকারী অধ্যাপক তানবীর হোসেন, গাজী ইয়াছিন,শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক আমিরুল ইসলাম, শিক্ষক আলিমুজ্জামান শাহীন, আবু রায়হান, মেম্বর ফরহাদ হোসেন হিরা, মুক্ত, ব্যবসায়ী আবু হাসান,প্রাক্তন মেম্বর লোকমান কবীর, হোসেন, মনিরুল ইসলাম, পরাগ, মামুন, মোমিনুর, লিয়াকত, লিটুন সরদার,মিঠু সরদার, কবীর হোসেন সহ অন্যান্য আত্মীয়-স্বজন, প্রতিবেশী তথা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com