মোঃআনোয়ার হোসেন:রাজধানীর কামরাঙ্গীরচর থানার আবু সাঈদের বাজার সংলগ্ন হাসান নগর( ভান্ডারীমোড়) এ তুলার কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ৮/১০/২০২১ ইংশুক্রবার দুপর সারে বারোটায় আজানের পুর্ব মুহুর্তে তুলার কারখানায় আগুনের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যেই চারিদিকে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয় পুরো এলাকা এ সময় এলাকাবাসী নিকটস্থ হাজারীবাগ ফায়ারসার্ভিস কে খবর দেয়,জুম্মার দিন হওয়ায় রাস্তায় যানজটের কারণে ঘটনাস্থলে পৌছুতে বিলম্ব হওয়ায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েযায়।এসময় স্থানীয়দের দ্বীর্ঘ প্রচেষ্টায় বালু পানি দিয়ে কোনরকম আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আগুনের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ছুটে আসেন এলাকার স্থানীয় মুরব্বি বীর মুক্তিযোদ্ধা জনাব আঃ রহিম সাহেব ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় তুলার কারখানার মালিক মোঃ শোহাগকে পাওয়া যায়নি। আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার লক্ষ টাকা বলে জানান এলাকাবাসী শুক্রবার হওয়াতে কারখানা বন্ধ ছিল তবে তাৎক্ষণিক ভাবে আগুনের সুত্রপাত নির্ধারণ করা যায়নি। স্থানীয় সাধারণ মানুষ বলছেন এই তুলার কারখানায় আগেও একবার আগন লেগে ছিল তবে কেন এখানে বারবার আগুন লাগে সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি উর্ধতন কতৃপক্ষ যাচাই-বাছাই করার দাবী করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com