মনিরুজ্জামান মহসিনঃসারা দেশের ন্যায় করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা মেনে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা ইউনিয়নের হাটখোলা কালীমাতা মন্দির পূজা মন্ডপে ও নলতা চৌমুহনী পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব ১১ অক্টোবর ২০২১ ও ২৬ আশ্বিন ১৪২৮ সোমবার থেকে একযোগে শুরু হচ্ছে।
এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান- নলতা কালীমাতা মন্দির পরিচালনা কমিটির সহ-সম্পাদক উদয় কুমার পাল এবং নলতা চৌমুহনী পূজা মন্ডপ পরিচালনা কমিটির সহ-সভাপতি সুজিত কুমার পরমানিক।
বিগত বছরগুলোতে খুব জাঁকজমকপূর্ণভাবে প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠান পালিত হলেও ২০২০ সালের মার্চ মাস থেকে দেশে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক দেশের সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান অনাড়ম্বরপূর্ণভাবে পালিত হয়ে আসছে। তবে বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কম হওয়ায় জনজীবনে নেমে এসেছে অনেকখানি স্বস্তির নি:শ্বাস। তাই অনুষ্ঠিত হতে যাওয়া হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সহ আসন্ন সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সরকারি নির্দেশনার আলোকে অনেকখানি আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হতে যাচ্ছে।
স্ব স্ব পূজামন্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তারা আরো জানান শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ,আনসার সহ স্বেচ্ছাসেবক বাহিনী তৎপর ভূমিকায় থাকবেন।
সুতরাং ৫ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবে উপস্থিত হওয়ার জন্য নলতা হাটখোলা কালীমাতা মন্দির কমিটির সভাপতি বাবু নির্মল কুমার ও সাধারণ সম্পাদক বাবু পুরঞ্জন স্বর্ণকার এবং নলতা চৌমুহনী পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ডা: শংকর কুমার পাল ও সাধারণ সম্পাদক রণি বিশ্বাস সকলকে বিশেষভাবে আমন্ত্রন জানিয়েছেন বলে জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com