প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২১, ৮:৩০ এ.এম
নড়াইলে শারদীয় দুর্গোৎসবকে নিরাপত্তার চাদরে মুড়ে দেয়ার মহা পরিকল্পনা। এসপি প্রবীর রায়
নড়াইলে শারদীয় দুর্গোৎসবকে নিরাপত্তার চাদরে মুড়ে দেয়ার মহা পরিকল্পনা। এসপি প্রবীর রায়
উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলে শারদীয় দুর্গোৎসবকে নিরাপত্তার চাদরে মুড়ে দেয়ার মহা পরিকল্পনা। এসপি প্রবীর রায়। নড়াইলের দূর্গা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সি সি ক্যামেরা বসানো হচ্ছে। পূজা উদযাপন কমিটির পাশাপাশি হিন্দু মুসলমান সবার অংশ গ্রহনে মন্ডপে মন্ডপে থাকছে শান্তিশৃঙ্খলা কমিটি। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়ক হিসেবে থাকছে তালিকাভূক্ত ভলান্টিয়ার, থাকছে নিজস্ব বিদ্যুৎ ও অগ্নি নির্বাপন ব্যবস্থা, জেলা পুলিশের বিশেষ কন্ট্রেলরুমসহ শারদীয় দুর্গোৎসবকে নিরাপত্তার চাদরে মুড়ে দেয়ার মহা পরিকল্পনা।
দুর্গোৎসবকে নির্বিগ্ন করতে পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্র্মীসহ এলাকার বিশিষ্টজনদের সঙ্গে শনিবার সন্ধায় আয়োজিত এক মত বিনিময় সভায় পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এ পরিকল্পনার কথা জানান। লোহাগড়া থানার উদ্যোগে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তারা, সাম্প্রদায়িক সম্প্রতির জেলা নড়াইলে বরাবরের মতো উৎসব মুখর ও সুষ্ঠু সুন্দর পরিবেশে পূজা উৎযাপনের আশাবাদ ব্যক্ত করে এ ব্যাপারে পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে আইনশৃঙ্খলার পরিপন্থি সকল অপতৎপরতা বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে, পুজার সুষ্টু সুন্দুর পরিবেশে নিশ্চিতে সম্ভব সব কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন। নড়াইল জেলায় এবছর সর্বচ্চ্য ৬৫৪টি মন্ডপে দূর্গাপূজা অুনষ্ঠিত হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com