জয়পুরহাট ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ১৪ অক্টোবর ২১ইং জয়পুরহাটে ১২ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব-৫।বুধবার রাত ৮ টায় জয়পুরহাট পৌর এলাকার ফায়ার সার্ভিস অফিসের পাশে মাইক্রোবাস স্টেশন ও মটর সাইকেল গ্যারেজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদকসেবীরা হলেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে ফারুক হোসেন(৪৩), সদরের বিশ্বাস পাড়ার রেলকলোনীর মৃত তমিজ উদ্দিন আকন্দর ছেলে জাহাঙ্গীর (৫০),পারুলিয়ার মৃত যতীন্দ্রনাথ ছেলে রতন চন্দ্র(৫৮), একই গ্রামের বুদা চন্দ্র খালকোর ছেলে রতন খালকো(২৫), গাংরাইলের ললিত এক্কার ছেলে সাগতম এক্কা(২১),পাচুরচকের মশিউর রহমানের ছেলে মিলন (৩০), ও মৃত আঃ বাকির ছেলে রুবেল (২৬) বিশ্বাসপাড়ার মৃত আলাল গুড্ডু ওরাও এর ছেলে লিটন ওরাও(৩৫) মাহালিপাড়ার কৃষ্ণ মুরমুরের ছেলে রাজু মুরমু(২৮), বেলআমলার মৃত ফজলুর রহমানের ছেলে বকুল (৪৬), শেখপাড়ার মৃত সূর্য রবিদাসের ছেলে ভুট্টু রবিদাস(৫০), বগুড়ার আদমদিঘীর ছাতনি গ্রামের মৃত জয়তুল মোল্লার ছেলে সুলতান (৪৫)।
জয়পুরহাট র্যাব কোম্পানী কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, র্যাব-৫,সিপিসি-৩ এর একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকসেবনরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com