প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২১, ৫:০৫ পি.এম
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর সাতক্ষীরার কালিগঞ্জে ইউপি নির্বাচন
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জের ১২টি ইউনিয়নে ২৮ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর সারাদেশের ১ হাজার ৭টি ইউপি ও ১০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে কমিশনের বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর। ইসি সচিব জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ নভেম্বর। ৪ নভেম্বর হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এরমধ্যে ইভিএমে ভোট হবে ৩১ টি ইউনিয়ন ও ১০টি পৌরসভায়। ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট হবে। প্রসঙ্গত, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এরমধ্যে সাড়ে চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মামলা জটিলতার কারণে বাকি ইউনিয়ন পরিষদের নির্বাচন আটকে রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com