ভারতের নাগপুর হাইকোর্টের যুগান্তকারী রায়, প্রথম পক্ষের স্ত্রী থাকলে দ্বিতীয় পক্ষের স্ত্রী কে বৈধতা দেওয়া যাবে না।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। ভারতের মহারাষ্ট্র রাজ্যের বোম্বে হাইকোর্টের নাগপুর ব্রাঞ্চের বিচারপতি শ্রী এ এস চানুরকর ও বিচারপতি শ্রী জি এ সানাপের ডিভিশন বেঞ্চ এর, ২০১২,সালের, ১৬,জানুয়ারী, করা একটি খোরপোষ মামলার রায় দিতে গিয়ে বলেন, যে কোন মহিলার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী থাকলে দ্বিতীয় পক্ষের স্ত্রী খোরপোষ পাবেন না। এদিন একটি মহিলার সাথে তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী আছে না জেনে বিয়ে করেন, ২০০৩,সালে। এবং তাদের দাম্পত্য জীবন শেষ হয়, ২০০৯,সালে, এবং দ্বিতীয় পক্ষের স্ত্রী কে ডিভোর্স দেন। তখন দ্বিতীয় পক্ষের স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে, ৫৫,হাজার, টাকা খোরপোষ চেয়ে মামলা দায়ের করেন নাগপুর হাইকোর্টে দীর্ঘদিন শুনানি শেষে আজ রায় দিতে গিয়ে বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ এর বিচারপতিগণ বলেন, আপনি না জেনে শুনে প্রথম পক্ষের স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে করেছেন, ৬৫, বৎসর বয়সে। আপনার আগে ঐ ব্যক্তি, ১৯৯০,সালে, প্রথম পক্ষের স্ত্রী কে বিয়ে করেন। তাই আপনি না জেনে শুনে দ্বিতীয় পক্ষের স্ত্রী হিসেবে এসেছেন যা কোন ভাবে আইনের দ্বারা বৈধ্য নয়। তাই আপনার খোরপোষ কিছু পাবেন না। এবং আপনার বিয়েটি সম্পুর্ন অবৈধ ঘোষণা করছে নাগপুর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com