প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২১, ৪:৩৪ পি.এম
কালিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
হাফিজুর রহমান শিমুলঃ সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও জড়িতদের শাস্তির দাবি ও শান্তি সম্প্রীতি রক্ষার দাবীতে কালিগঞ্জ উপজেলায় সুজন এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কের শহীদ মিনার ও কালিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে সুজন-(সুশাসনের জন্য নাগরিক) কালিগঞ্জ শাখার আয়োজনে সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচিতে কবি ,সাহিত্যিক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী,এনজিও প্রতিনিধি, অন্যান্য সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের অংশগ্রহণে মানববন্ধন পালিত হয়েছে। সুজন-সুশাসনের জন্য নাগরিক কালিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ও সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সুজনের সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু'র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, বিশিষ্ট সাহিত্যিক, প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম মমতাজ হোসেন মন্টু ,বাসদ নেতা এ্যাডঃ খগেন্দ্র নাথ ঘোষ ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ্যাডঃ জাফর উল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলাদেবী মল্লিক ,সুজনের অ্যাম্বাসেডর, জাতীয় সাংবাদিক সংস্থা'র সভাপতি, বিশিষ্ট সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল ,জাতীয় হিন্দু মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখার তাপস কুমার মন্ডল ,সাহিত্য পত্রিকা খড়কুটো'র সম্পাদক কবি আলী সোহরাব, কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি স্বপন কুমার বিশ্বাস প্রমুখ। এর আগে সুজন এর আয়োজনে কালিগঞ্জে শহীদ মিনার প্রাঙ্গণে সকলের অংশগ্রহনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com