ফরিদুল কবির ,কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি।। দোজাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ (সাঃ) দুনিয়ার বুকে শুভ আগমণ উপলক্ষে কালিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ও আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে শনিবার সকাল ১০টায় জশনে জুলুস (আনন্দ র্যালি), ওয়াজ মাহফিল, মিলাদ শরীফ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মহানবীর প্রতি সম্মান প্রদর্শন পূর্বক হামদ-নাত, দরুদ শরীফ সহ ইসলামি নানা স্লোগানে বিশাল জশনে জুলুস বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। জুলুসের পতাকা, ব্যানার, পোস্টার, ফেস্টুন, তোরণে সাজে হাজারো সুন্নী জনতার ঢল নামে। আজিমুশ্বান জুলুসে টুপি পরিহিত শিশু কিশোরসহ নানা বয়সী বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহনে একাকার হয়ে যায় কালিগঞ্জের মেইন সড়কগুলোতে। যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। এদিকে জুলুসের শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। পরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমানের সভাপতিত্বে ও মাওঃ আইয়ুব আলীর সঞ্চালনায় ওয়াজ মাহফিলে ধর্মীয় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ আকরাম হুসাইন, থানা জামে মসজিদের খতিব মাওঃ আশরাফুল ইসলাম আজিজী, মুফতি মাওঃ আব্দুস সাত্তার, মাওঃ রমিজ উদ্দিন, মাওঃ কামরুল ইসলাম আশেকী সহ স্থানীয় ওলামায়ে কেরামগন। আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর হেফাজত, হেদায়েত, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ আবু সাঈদ রংপুরী। পরে সকলের মাঝে তাবারুক বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। প্রসঙ্গত, গত ২০ অক্টোবর বুধবার কালিগঞ্জে ১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com