ফখরুদ্দিন মোবারক শাহ রিপনঃ
নোয়াখালীর সেনবাগে বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে।এ দুর্ঘটনায় ৩০ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে।
এদের মধ্যে কয়েজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।রোববার (২৪ অক্টোবর) বিকাল ৫ টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভূঁইয়ার দিঘী রাস্তার মাথা সংলগ্ন সিএনজি ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়,বাঁধন পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে নোয়াখালী আসার পথে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভূঁইয়ার দিঘী রাস্তার মাথা সংলগ্ন সিএনজি ষ্টেশনের সামনে পৌঁছলে নিয়ন্ত্র্রণ হারিয়ে রাস্তার উত্তর পার্শ্বের খালে পড়ে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে খালের পানিতে নিমজ্জিত বাসের যাত্রীদের উদ্ধার করে সেবারহাট সহ সেনবাগের কয়েকটি হাসপাতালে প্রেরণ করেন।
চন্দ্রগঞ্জ হাইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মৃধুল কান্তি মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত বলে জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার স্বীকার বাসটি উদ্ধারের চেষ্টা চালায়। এ ঘটনায় পরবর্তীতে আগইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com