আমাদের সবারই স্বপ্ন আছে। কারো স্বপ্ন অনেক বড়।তবে সবার স্বপ্নই আলাদা আলাদা নিজস্বতা বহন করে।জান্নাত আপু শুরু থেকেই স্যারের সাথে থাকতে চেয়েছেন।জান্নাত আপু এতটাই দক্ষ হয়ে উঠেছে যে স্যার তাকে ভাল কোম্পানিতে চাকরি দিতে চেয়েছেন।
কিন্তু আপু রাজি হয় নি।
তিনি কম বেতনে সার্চ ইংলিশ গ্রুপে স্যারের সাথে কাজ করে যাবে। এটাই তার স্বপ্ন। অনেকেই এটা ছোট করে দেখতে পারে। তবে এটাই তার অনেক বড় স্বপ্ন।
এর মাঝেই তিনি তার ভাললাগা খুজে পেয়েছেন। স্যারের মত মানুষের সাথে সারা জীবন কাজ করে যেতে চেয়েছেন। ইন্টারনেশনাল বিজনেস নিয়ে কাজ করছেন স্যারের সাথে আপু ফেসবুকে তাও আবার ইংরেজিতে। এখন এটার তেমন গুরুত্ব কেউ না দিলেও একদিন এশিয়ার মধ্যে সব থেকে বেশি জনপ্রিয়তা পাবে স্যারের এই কাজ। এটা স্যারের স্বপ্ন। একদিন ঠিকই পুরন হবে।
অনু আপু,জান্নাত আপুরা স্যারের প্রতিটি কথাই মেনে চলেন। স্যার যা করতে বলে তাই করে।স্যারের প্রতিটি উপদেশ বেদ বাক্যর মত পালন করে।
যার ফল সরুপ আজকের অনু আপু আর জান্নাত আপু।
স্যারের প্রতিটি গাইডলাইন সবার জন্য উন্মুক্ত। যে যেভাবে মানতে চায় মানতে পারে।সম্পুর্ণ নিজস্ব ব্যাপার।এখানে কিছু করতে কাউকে জোর করা হয় না।
লেখকঃ অপর্না বসাক সাথী,টাঙ্গাইল।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com