বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদী মমনছুরিয়া বাজার এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে নিহত যুবলীগ নেতা আব্দুল খালেক ও মাহমুদ সোলতান টিপু হত্যাকাণ্ডে জড়িতদের অভিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২৫ অক্টোবর) দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।
উপজেলা পরিষদ গেইটের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এলাকার কয়েকশত নারী-পুরুষ অংশগ্রহণ করে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই দুই হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবী জানান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- নিহত আব্দুল খালেকের মা মমতাজ বেগম, স্ত্রী খালেছা বেগম, বোন রীনা আক্তার, নিহত টিপুর স্ত্রী ববি আক্তার, ছোট ভাই হেফাজ উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হামিদ হোসেন, হোসাইন মোহাম্মাদ, অমিত চৌধুরী, আতাউল্লাহ আল আজাদ, ইমরুল হক চৌধুরী ফাহিম, লিটন, বাবু, মীর ইউসুপ সিকদার, এরশাদ, আব্দুর রহিম, মোঃ তৌহিদ, মোঃ জহির, মোঃ মনিরুল ইসলাম, শেফায়েতুল হক,মোক্তার আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর বাঁশখালী পৌর সদরের দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা এলাকার পূর্ব পাড়া এলাকার কাছিম আলীর পুত্র মনজুর আলম ও বাহাদুর আলমের সাথে মোঃ কামাল ও নিহত আব্দুল খালেকের সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক জায়গা-জমির সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার যুগ্ন সম্পাদক আবদুল খালেক (৩২) ও বাঁশখালী পৌরসভা যুবলীগ নেতা মোঃ মাহমুদ সোলতান টিপু (২৫) নামে দুইজনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা
শিব্বির আহমদ রানা
০১৮১৩৯২২৪২৮
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com