আগামী, ৭,ই, নভেম্বর থেকে সারা পশ্চিম বাংলায় গুটকা ও পান মশলা এবং তামাকজাত দ্রব্য নিষিদ্ধ, ঘোষণা নবান্নের।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। গতকাল পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী, ৭,ই, নভেম্বর থেকে সারা পশ্চিম বাংলায় তামাকজাত দ্রব্য ও পান মশলা ক্রয় ও বিক্রয় করা এবং নেওয়া সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে এক বৎসরের জন্য। এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে, ২০০৬,সালের, খাদ্য সুরক্ষা আইন বলবৎ করা হবে বিক্রয় কারি ও সেবন কারির বিরুদ্ধে। এর আগে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ২০১৯,সালে, এই আইন চালু করেছিলেন। সম্প্রতি সারা পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় কোভিড করোনা ভাইরাস ফের প্রকট আকার ধারণ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। তবে পশ্চিম বাংলার বিরোধী দলের নেতারা অভিযোগ করেন যে, যখন সারা পশ্চিম বাংলায় পান মশলা ও গুটকা এবং তামাকজাত দ্রব্য র উপর সরকার কর্তৃক নিষিদ্ধ করেছে। তখন কি কারণে পশ্চিম বাংলায় মদের দোকান দিন দুপুরে খুলে দেওয়া হয়েছে তার ব্যখ্যা চাইলেন। তবে এই আইন করে কিছুটা ধূমপান কারি মানুষের তামাকজাত দ্রব্য ব্যবহার করা থেকে বিরত থাকতে সাহায্য করে কি না সেটা দেখার বিষয়। এই আইন কতটা কার্যকর করা হচ্ছে তা দেখার প্রশাসন কে নির্দেশ দেওয়া হয়েছে। ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com