শেরপুরের ঝিনাইগাতীতে সমন্বিত ব্যবস্থাপনায় কৃষকের মাঝেআধুনিক কৃষি যান্ত্রিক বিতরন করা হয়েছে। কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা( ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষকের মাঝে এ কৃষি কৃষি যন্ত্র বিতরন করা হয়। ২৭ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে যন্ত্রটি বিতরন করে। ২৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ধান কাটা ও মাড়াই মেশিনটি উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের কৃষক মো. মোফাজ্জল হোসেনের হাতে তুলে দেয়া হয়। মেশিনের চাবি হস্তান্তর করেন, উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর বলেন, উপজেলা পর্যায়ে কম্বাইন্ড হারভেস্টার এ মেশিনের জন্য ৫ জন কৃষক আবেদন করেছেন । তিনি বলেন কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের লক্ষে কৃষি বান্ধব সরকার এদের মধ্যে ৩ জন কৃষকের মাঝে এ কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরনের সিদ্ধান্ত গ্রহন করে। এসব মেশিনের মুল্যের অর্ধেক পরিশোধ করবে কৃষক আর অর্ধেক বহন করবে সরকারের কৃষি বিভাগ। এবছর ঝিনাইগাতী উপজেলা রিপেয়ার- ৩টির মধ্যে ৩ টি, ড্রায়ার- ২ টির মধ্যে ১টি, পাউয়ার থ্রেসার ৩৪ টির মধ্যে ২টি মেশিন কৃষকদের আবেদনের প্রেক্ষিতে বরাদ্দ এসেছে।
ভর্তুকির মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ পাওয়ায় এ উপজেলার কৃষকরা অনেকাংশে উপকৃত হচ্ছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com