অবশেষে খুলে দেওয়া হয়েছে পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দর বন পর্যটকদের জন্য।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। একমাত্র পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সমুদ্র ঘেঁষা সুন্দর বন খুলে দেওয়া হয়েছে ভ্রমণ করার জন্য পর্যটকদের। এই সুন্দর বনের রয়েছে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এবং সম্বর হরিণ এবং নদীতে ভর্তি মাছ ও কুমির সহ কয়েক হাজার প্রজাতির পশু ও পাখি। সেই সাথে সুন্দর বনের মধ্যে রয়েছে পৃথিবীর বিখ্যাত সুন্দরী গাছ ও গরান সহ বিভিন্ন গাছগাছালি ভরা। পৃথিবীর সবচেয়ে বেশি বদ্বীপ অঞ্চল এই সুন্দর বনের মধ্যে রয়েছে। এই সুন্দর বনের উন্নয়ন করতে কেন্দ্রীয় সরকার ও রাজ্যে সরকার প্রকৃতিক পরিবেশ রক্ষা করতে বিভিন্ন পথ অবলম্বন করেছেন। সুন্দর বন কে বাচাতে নতুন করে ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরি করেছে। গত আমপান ঘূর্ণিঝড় ও প্রবল বন্যার পানিতে সুন্দর বনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নদী ও নালা ভেঙে একাকার হয়। তাই প্রকৃতিক পরিবেশ কে সুন্দর করে সুন্দর বন ভ্রমণের অনুমতি দিয়েছেন পশ্চিম বাংলার সরকার। এবার থেকে পৃথিবীর বিভিন্ন যায়গায় থেকে আগত ভ্রমণ পিপাসু ব্যাক্তি ভ্রমণ করতে পারবেন। গত দুই বছর মতো কোভিড করোনা ভাইরাস আক্রান্ত জন্য পর্যটকদের সুন্দর বন ভ্রমণের উপর বাধা নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার তা তুলে দিয়ে সুন্দর বন ভ্রমণের ছাড়পত্র দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন যায়গায় যাওয়ার জন্য সুন্দর বন লাগোয়া জেটি নির্মাণ করা হয়েছে পর্যটকদের জন্য। সুন্দর বন উন্নয়ন দপ্তর থেকে সুন্দর বন উন্নয়ন করতে কয়েক হাজার কোটি টাকা খরচ করেছেন কেন্দ্রীয় সরকার ও রাজ্যে সরকারের পক্ষ থেকে। সারা বিশ্বের কাছে সুন্দর বন একটি আকর্ষণীয় বনাঞ্চল হিসেবে পরিচিত।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com