তাপস কর,ময়মনসিংহ থেকে:
ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। ছোট বোনের হলুদ সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বড় ভাই ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। ঘটনাটি বৃহস্পতিবার রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল ওয়াদুদ (২৫)। তিনি ওই গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে। আর বিয়ের কনে ইসরাত জাহানের চাচাতো ভাই।জানা গেছে, আজ শুক্রবার আব্দুল ওয়াদুদের চাচাতো ছোট বোন ইসরাত জাহানের বিয়ে আয়োজন করা হয় বাড়িতে। বিয়ে উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে হলুদ সন্ধ্যার আয়োজন চলে। অনুষ্ঠানের প্রস্ততির সময় ওয়াদুদ বৈদ্যুতিক ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।নিহতের চাচাতো ভাই শাহীন আলম বলেন, গত শুক্রবার ওয়াদুদের বড় ভাই নির্মাণ শ্রমিক আব্দুল কদ্দুস ঢাকায় নির্মাণধীন ভবনে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ছোট ভাই বিদ্যুতায়িত হয়ে মারা গেল। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী। এই সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে গ্রামবাসিদের মাঝে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com